অ্যাসিড বৃষ্টি বলতে কি বোঝ ? মানুষের শরীর ও পরিবেশের উপর এর ক্ষতিকারক দিকগুলি আলোচনা করো।

অ্যাসিড বৃষ্টি বলতে কি বোঝ ? মানুষের শরীর ও পরিবেশের উপর এর ক্ষতিকারক দিকগুলি আলোচনা করো।

উত্তর:- জীবাশ্ম জ্বালানী ক্রম বর্ধমান হারে ব্যবহারের ফলে যে ধোঁয়া সৃষ্টি হয় তাঁর মধ্যে প্রচুর পরিমাণে সালফার ডাই ক্সাইড থাকে । সালফার ডাই অক্সাইড গ্যাস হাইড্রোজেন পার অক্সাইড ও জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে সাল ফিউরিক অ্যাসিড উৎপন্ন করে ।অপর দিকে নাইট্রোজেন ডাই অক্সাইড বায়ুর জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে নাইটিক অ্যাসিড উৎপন্ন করে । সাল ফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড ভাসমান মেঘের সঙ্গে মিশে গিয়ে অম্ল বৃষ্টি রুপে পৃথিবীতে নামে আসে ।


শরীরের উপর প্রভাব :-


  • এই বৃস্টির জল গায়ে পড়লে বিভিন্ন চর্ম রোগের সৃষ্টি হয়।
  • এই জল চোখের মধ্যে পড়লে চোখের বিভিন্ন সমস্যা যেমন চোখ জ্বালা, চোখ খচখচ রা বা চোখ চুলকানো বা চোখে এলার্জির মতো সমস্যা দেখা দেয় এবং পরবর্তি তার পরিনামে দৃষ্টিশক্তি চিরদিনের মতো নষ্ট হয়ে যেতে পারে।
  • এই বিষাক্ত বৃষ্টির জল শাক-সবজি বা অন্য কোন উপায়ে শরীরে প্রবেশ করলে বিভিন্ন পেটের অসুখের উপসর্গ দেখা দেয় ।

পরিবেশের উপর প্রভাব :-

  • এই বৃষ্টি ঘনঘন হলে এর প্রভাবে জমিতে আম্লত্বের পরিমাণ বেড়ে যায় ফলে জমি চাষবাসের পক্ষে অনুপযোগী হয়ে ওঠে ।
  • অম্ল বৃষ্টির ফলে সেই জল জলাশয়ের সাথে মিশে জলাশয়ের জলকে বিষাক্ত করে তোলে। ফলে সেই জলাশয়ে বসবাসকারী প্রথম শ্রেণির খাদক ক্ষুদ্র ক্ষুদ্র, উদ্ভিদ ও প্রাণীর মৃত্যু হয় এবং সেই জলাশয়ের বাস্তুতন্ত্র ভেঙ্গে পড়ে ।
  • ঘন ঘন অম্লবৃষ্টি হলে মাটিতে অম্লত্বের পরিমাণ অস্বাভাবিক বেড়ে যাওয়ার ফলে অরণ্যাঞ্চল ধ্বংসপ্রাপ্ত হয় এবংসে অঞ্চলগুলি ধীরে ধীরে মরুপ্রায় হয়ে ওঠে।
  • অম্লবৃষ্টির ফলে বাড়িঘর, স্থাপত্য নিদর্শন প্রভৃতি ক্ষতিগ্রস্ত হয়।যেমন দিল্লির তাজ মহল,লালকেল্লা, জুমা মসজিদ ও অন্যান্য শিল্প স্থাপত্যের নিদর্শনগুলিতে অম্লবৃষ্টির ফলে প্রথমে পরচে পড়ার মতো ছোপ ছোপ দাগের সৃষ্টি হয় এবং সে গুলিতে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া শুরু হয় এবং তা ধীরেধীরে শিল্প কর্মটিকেই ধ্বংসের পথে ঠেলে দেয়।

Post Comments

No comments:

Powered by Blogger.