অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

                    অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. গ্ৰামীণ মহাবিদ্যালয়ে স্নাতক শিক্ষাস্তর কত বছরের ?

উঃ- ৩ বছর।

২. ভারত সরকার কবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করে?

উঃ- ১৯৪৮সালের ৫ নভেম্বর।

৩. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে বিদেশি সদস্য কত জন ছিলেন?

উঃ- ৩ জন।

৪.বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন?

উঃ- ডক্টর সর্বপল্লি রাধাকৃষ্ণণ ।

৫. NCRHE - এর পুরো নাম লেখ।

উঃ- ন্যাশনাল কাউন্সিল অব রুরাল হায়ার এডুকেশন।

৭. গণতন্ত্রের মূল বক্তব্য কী?

উঃ- ন্যায়বিচার, স্বাধীনতা,সামর্থ এবং ভ্রাতৃত্ব।

৮. UGC - এর পুরো নাম লেখ?

উঃ- ইউনিভার্সিটি গ্ৰ্যান্টস কমিশন।

৯. DPI - এর পুরো নাম লেখ?

উঃ- Director of Public Instruction.

১০.মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রতিবেদন কত পৃষ্ঠার ছিল?

উঃ- ৩১১ পৃষ্ঠার ছিল।

Post Comments

No comments:

Powered by Blogger.